মালেশিয়ায় পুড়ছে হাজারো বাঙ্গালীর স্বপ্ন

শাফী চৌধুরী: মানুষ একটু আর্থিক সচ্ছলতার জন্য কি না করে। আর্থিক সচ্ছলতার জন্য কেউ ছুটছে গ্রাম থেকে শহরে, এক শহর থেকে অন্য শহরে, কখনো বা দেশের সীমানা পেরিয়ে পাড়ি জমায় ভীনদেশে। প্রিয়জনের মায়া ছেড়ে পরিবারের সদস্যদের মূখে একটু হাসি ফোঁটানোর জন্য ছুটে য়ায় অজানার টানে। সাধ্যের মাঝে সবটুকু সুখকে সঙ্গী করে জীবনের পথচলা, এ যেন এক অন্তিম যাত্রা! এজন্য অনেকেই জমিজমা বিক্রি করতেও অনেকে পিছপা হয় না।পূর্বপুরুষের ভিটেমাঠি বিক্রি করে যখন পাড়ি জমায় স্বপ্নের দেশে।অনেক আছেন যারা উচ্চ শিক্ষার জন্য বিবিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন। তারা মনের মধ্যে স্বপ্ন নিয়ে … Continue reading মালেশিয়ায় পুড়ছে হাজারো বাঙ্গালীর স্বপ্ন